গাজীপুর কালিয়াকৈরে ঘন-কুয়াশায় প্রাইভেটকার দুর্ঘটনা নিহত ২
দেলোয়ার হোসেনঃ-
গাজীপুরের কালিয়াকৈরে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে আবু তাহের ও ইব্রাহিম নামে দুইজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও দুই জন।
রোববার (১০ ডিসেম্বর) ভোরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পল্লী বিদ্যুৎ এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, সাবেক নৌবাহিনী ক্যাপ্টেন আবু তাহের ও ইব্রাহিমসহ চারজন ব্যবসার কাজে প্রাইভেটকারে গাইবান্ধা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসেন। কালিয়াকৈর উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পল্লী বিদ্যুৎ এলাকায় পৌঁছালে প্রাইভেটকারের চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আবু তাহের ও ইব্রাহিম মারা যান। ওই ঘটনায় আহত হয়েছে আরও দুজন। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
কোনাবাড়ী হাইওয়ে থানার ওসি শাহাদত হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে স্বজনদের আবেদনের প্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়া মরদেহ দুটি হস্তান্তর করা হয়েছে। ঘটনার পর থেকে চালক পলাতক।