গাজীপুরের কালীগঞ্জে দুদক উপ-পরিচালকের ছেলের লাশ উদ্ধার!

0
42

জি নিউজ ডেস্কঃ গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় তুমলিয়া ইউনিয়নের অলুয়া গ্রাম থেকে গোলাম রসূল (২৫) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার বেলা ১১টার দিকে পুলিশ ওই যুবকের মরদেহ উদ্ধার করে।নিহত গোলাম রসূল দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-পরিচালক দেওয়ান সফিউদ্দিন আহমেদের ছেলে। তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনার্সের শিক্ষার্থী ছিলেন।

দুদক উপ-পরিচালক দেওয়ান সফিউদ্দিন আহমেদ জানান, গোলাম রসূল উচ্চ মাধ্যমিক পাশ করার পর সম্মান শ্রেণীতে ভর্তি হয়ে বিভিন্ন জায়গায় চাকরির জন্য আবেদন করে। তার কাঙ্খিত যোগ্যতায় চাকরি না পাওয়ায় হতাশা থেকে শুক্রবার রাতের কোনো এক সময় সে আত্মহত্যা করে।

কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মনোয়ার হোসেন জানান, যুবকের নিজের বাসার ঘরের ফ্যানের হুকের সঙ্গে তার মরদেহ ঝুলন্ত অবস্থায় ছিল। ব্যক্তিগত হতাশা থেকে সে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। পরিবারের আবেদনে প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে মরদেহ পরিবারের কাছে হস্থান্তর করা হয়েছে।এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।তথ্যসূত্রঃ বাংলাদেশের খবর।

কোন মন্তব্য নেই