গাজীপুরের টঙ্গীতে কমিউনিটি পুলিশিং সমাবেশ ২৩ অনুষ্ঠিত।
গাজীপুর অফিসঃ
১৮ ফেব্রুয়ারী শনিবার বিকাল ০৩.০০ ঘটিকায় গাজীপুর মহানগরের টঙ্গী পূর্ব থানা, গাজীপুর ও ৪৯ নং ওয়ার্ড এরশাদনগর কমিউনিটি পুলিশিং এর উদ্যোগে “কমিউনিটি পুলিশিং সমাবেশ ২০২৩” অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রায় ১০০০ কমিউনিটি পুলিশিং সদস্য ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করে। উক্ত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ মেহেদী হাসান দিপু, সহকারী পুলিশ কমিশনার, টঙ্গী জোন, জিএমপি, গাজীপুর ও মোঃ আশরাফুল ইসলাম পিপিএম, অফিসার ইনচার্জ, টঙ্গী পূর্ব থানা, জিএমপি, গাজীপুর এবং মোঃ মজিবুর রহমান, সাবেক কাউন্সিলর ৪৯ নং ওয়ার্ড।
উক্ত সমাবেশে সভাপতিত্ব করেন ৪৯ নং ওয়ার্ড কমিউনিটি পুলিশিং সভাপতি জনাব ফারুক আহমেদ কাউন্সিলর ৪৯ নং ওয়ার্ড।
সমাবেশ সঞ্চালনা করেন ৪৯ নং ওয়ার্ড কমিউনিটি পুলিশিং সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল জলিল গাজী। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে সমাবেশটি প্রাণবন্ত হয়ে ওঠে। উক্ত সমাবেশে পুলিশ এবং জনগণের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মাধ্যমে সমাজের অসঙ্গতি গুলো দূর করার পাশাপাশি মাদক সন্ত্রাস দুরি করন সহ সমাজের খারাপ দিকগুলো থেকে বেরিয়ে আসার ব্যাপারে আলোচনা হয়।