গাজীপুর অফিস::গাজীপুরের টিএন্ডটি এলাকা হতে অপহৃত শিশু মো: মাহফুজুর রহমান (১২) কে চান্দনা চৌরাস্থা হতে উদ্ধার করেছে র্যাব-১
সোমবার ০৮ জুলাই আনুমানিক ১৯৩০ ঘটিকায় র্যাব-১, উত্তরা, ঢাকা এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, গাজীপুর মহানগরীর বাসন থানাধীন চান্দনা চৌরাস্তা এলাকায় কতিপয় অপহরণকারী ভিকটিমসহ মুক্তিপণের টাকা নেয়ার জন্য অবস্থান করছে। এরকম প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি বর্ণিত স্থানে অভিযান পরিচালনাকালে র্যাবের উপস্থিতি টেরপেয়ে অপহরণকারীরা ভিকটিম মোঃ মাহফুজুর রহমান (১২), পিতা-মোঃ ইয়াকুব আলী, সাং-কুর্শিবাড়ী, থানা-ধর্মপাশা, সুনামগঞ্জ, বর্তমান ঠিকানা সাং-টিএন্ডটি রোড, থানা-বাসন, জিএমপি, গাজীপুর’কে নিয়ে মাইক্রোবাসে করে পালানোর চেষ্টা
করে। আভিযানিক দলটি বর্ণিত গাড়ীর পিছনে ধাওয়া করলে অপহনকারীরা ভিকটিমকে বাসন থানাধীন চান্দরা চৌরাস্তা এলাকায় ফেলে দ্রুত পালিয়ে যায়।
ঘটনার বিবরণে জানা যায় যে, অপহৃত ভিকটিম নলজানী তাসকিয়াতুল উম্মাহ হিফজুল কুরআন মাদ্রাসার ১ম শ্রেণীর ছাত্র। প্রতিদিনের মতো করে গত ০৭/০৮/১৯ তারিখ বিকাল অনুমান ১৭৩০ ঘটিকার সময় মাদ্রাসায় যাওয়ার সময় টিএন্ডটি রোড এলাকা হতে ০৩/০৪ জন অজ্ঞাতনামা ব্যক্তি ভিকটিমকে জোরপূর্বক মাইক্রোবাসে তুলে অপহরণ করে নিয়ে যায়। অপহরণের পর তার পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে র্যাব-১ এ এসে লিখিত অভিযোগ করলে র্যাব-১ ভিকটিমকে উদ্ধার করে।