গাজীপুরের ন্যাশনাল পার্ক এলাকায় র‌্যাব-১ এর অভিযানে ০২ দস্যু গ্রেফতার

0
149

গাজীপুরের ন্যাশনাল পার্ক এলাকায় র‌্যাব-১ এর অভিযানে ০২ দস্যু গ্রেফতার

জি নিউজ:: গত ২২ আগস্ট দেড়টার দিকে র‌্যাব-১ একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, গাজীপুর সদর থানাধীন ন্যাশনাল পার্কের ভিতর কতিপয় দস্যু অপরাধকর্ম সংঘটনের উদ্দেশ্যে অবস্থান করছে।

উক্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি গাজীপুর সদর থানাধীন ন্যাশনাল পার্ক এর ৪নং গেইট সংলগ্ন গভির বনের ভিতর অভিযান পরিচালনা করে ডাকাত দলের সক্রিয় সদস্য ১) মোঃ ইন্তাজ আলী রাজু (২৬), পিতা- মোঃ নুরম্নল ইসলাম, সাং- বালিয়াচন্ডি, থানা- শ্রীবর্দী, জেলা- শেরপুর, এ/পি- ভাওয়াইদ, থানা- সদর, জিএমপি, গাজীপুর এবং ২) মোঃ আরিফ হোসেন (২২), পিতা- ইসমাইল হোসেন, সাং- ভাওরাইদ, জিএমপি, গাজীপুর’দ্বয়কে গ্রেফতার করে।

এসময় ধৃত আসামীদের নিকট হতে ০১টি কভার্ড ভ্যান, ০২টি চাপাতি, নগদ ১৬,০০০/- এবং ০২ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এসময় ঘটনাস্থল হতে উদ্ধারকৃত কাভার্ড ভ্যানের ড্রাইভার মোঃ আব্দুল কালাম (৪৫) এবং হেলপার আহম্মেদ আলী(৪০)কে আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

ধৃত আসামীদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা একটি সংঘবদ্ধ দস্যু চক্রের সক্রিয় সদস্য। তারা পরস্পর যোগসাজশে গত ২২/০৮/২০১৯ তারিখ আনুমানিক ১৭৩০ ঘটিকার সময় ‘আরিফ নীট স্পিনিং লিঃ’ এর বর্ণিত কভার্ডভ্যানটি নারানগঞ্জ নিয়ে যাওয়ার পথে গাজীপুরের ন্যাশনাল পার্ক এলাকায় কভার্ডভ্যানটির এর গতি রোধ করে। এরপর তারা কভার্ডভ্যানের ড্রাইভার মোঃ আব্দুল কালাম(৪৫) এবং হেলপার মোঃ আহম্মেদ আলী(৪০)কে গাছের সাথে বেধে ব্যাপক মারধর করে এবং তাদের মুক্তিপন হিসেবে কোম্পানীর প্রতিনিধির কাছে ৫,০০,০০০/- টাকা দাবি করে। উক্ত ঘটনার প্রেক্ষিতে র‌্যাব-১ তাৎক্ষণিক গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে এবং দস্যুদলের দুই জন সক্রিয় সদস্যসহ অপহৃত ভিকটিম ও কাভার্ডভ্যানটি উদ্ধার করতে সক্ষম হয়।

আপনার মতামত প্রকাশ করেন

আপনার মন্তব্য দিন
আপনার নাম এন্ট্রি করুন