গাজীপুরের বোর্ডবাজার থেকে পলাতক জঙ্গি রিপন গ্রেফতার

0
49

জি নিউজ ডেস্কঃ গাজীপুরের বোর্ডবাজার এলাকা থেকে সন্দেহভাজন জঙ্গি মামুনুর রশিদ রিপনকে গ্রেফতার করেছে র‌্যাব। তিনি ২০১৬ সালে গুলশানের হলি আর্টিজান বেকারিতে হত্যাকাণ্ডের মামলায় পলাতক আসামি ছিলেন।

র‌্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ খান জানান, শনিবার রাত ১১টার দিকে বাসে ঢাকার দিকে আসার পথে তাকে গ্রেফতার করা হয়। ময়মনসিংহের হালুয়াঘাট থেকে রওনা দেওয়া প্রথম সারির এই জঙ্গি নেতার কাছে পাওয়া গেছে দেড় লাখ টাকা।

জেএমবির অন্যতম শুরা সদস্য রিপন বগুড়া জেলার নন্দীগ্রাম থানার শেখেরমাড়িয়া গ্রামের মৃত নাসির উদ্দিনের ছেলে।

রোববার দুপুরে কারওয়ান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান।

তিনি বলেন, ‘হলি আর্টিজান হামলার জন্য ৩৯ লাখ টাকা দিয়েছিলেন রিপন। তার দায়িত্ব ছিল অর্থ সংগ্রহ করা, সামরিক প্রশিক্ষণের ব্যবস্থা এবং অস্ত্র ও বিস্ফোরক সরবরাহ করা।’

আপনার মতামত প্রকাশ করেন

আপনার মন্তব্য দিন
আপনার নাম এন্ট্রি করুন