গাজীপুরের ভাওরাইদ এলাকা র্যাব-১ এর অভিযানে ডাকাত দলের ০৫ জন সক্রিয় সদস্য গ্রেফতার
জি নিউজ :: গত ২২ আগস্ট ভোর সাড়ে ৩ টায় র্যাব-১ একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, গাজীপুর সদর থানাধীন ভাওরাইদ এলাকায় একটি সংঘবদ্ধ ডাকাত দল ডাকাতি করার উদ্দেশ্যে অবস্থান করছে।
উক্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি গাজীপুর সদর থানাধীন দক্ষিণ ভাওরাইদ সাকিনস্থ জনৈক আঃ জব্বার এর বসত বাড়ীর পশ্চিম পার্শ্বে বাগানের ভিতর অভিযান পরিচালনা করে ডাকাত দলের সক্রিয় সদস্য ১) মোঃ আল আমিন হুসাইন (২৫), পিতা- মোঃ সাইফুল ইসলাম, সাং-দিঘীরচালা, থানা-বাসন, জিএমপি, গাজীপুর, ২) মোঃ সাজ্জাদ হোসেন @ সজিব (১৮), পিতা-মোঃ হুমায়ূন কবির, সাং-সাবিনাবক্সা, থানা-মোকসেদপুর, জেলা-গোপালগঞ্জ, এ/পি সাং- দিঘীরচালা (জনৈক মোঃ রাজুর বাড়ীর ভাড়াটিয়া), থানা-বাসন, জিএমপি, গাজীপুর, ৩) মোঃ জাকির হোসাইন (১৮), পিতা-মোঃ আশরাফ আলী, সাং-ডোবারচর, থানা-সদর, জেলা-শেরপুর এ/পি সাং-দিঘীরচালা (জনৈক সুমন সরকারের বাড়ীর ভাড়াটিয়া), থানা-বাসন, জিএমপি, গাজীপুর, ৪) মোঃ সোহাগ মিয়া (১৮), পিতা- মোঃ দিলকোশ, সাং-সদর, জেলা-শেরপুর, এ/পি সাং-দিঘীরচালা(জনৈক মোঃ লিটনের বাড়ীর ভাড়াটিয়া), থানা-বাসন, জিএমপি, গাজীপুর এবং ৫) মোঃ শাকিল মিয়া (১৯), পিতা- মোঃ জাকির হোসেন, শিমুলতলী, থানা-উজিরপুর, জেলা-বরিশাল, এ/পি সাং-দিঘীরচালা(জনৈক মোঃ বাবু সরকারের বাড়ীর ভাড়াটিয়া), থানা-বাসন, জিএমপি, গাজীপুর’দেরকে গ্রেফতার করে। এসময় ধৃত আসামীদের নিকট হতে ০১ টি রাম-দা, ০২ টি চাপাতি এবং ০৬ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
ধৃত আসামীদেরকে জিজ্ঞাসাবাদে জানায় যে, তারা একটি সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য। তারা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ গাজীপুরসহ আশপাশের এলাকায় সাধারণ পথচারী, বাসযাত্রী এবং মটর সাইকেল আরোহীদের মারধর এবং অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে প্রাইভেটকার, মোটর সাইকেল, গাড়ী, টাকা পয়সা, মোবাইল ইত্যাদি ডাকাতি করে আসছে বলে জানায়।