গাজীপুরের শ্রীপুর উপজেলায় হঠাৎ শিলাবৃষ্টি

0
60

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুর উপজেলায় শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়-ক্ষতি হওয়ার খবর পাওয়া গেছে। উপজেলার মাওনা, তেলিহাটি, কাওরাইদ, বরমী, গোসিংগা ইউনিয়নের হাঠাৎ শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে।

বুধবার (২৭ ফেব্রুয়ারী) সাড়ে ৩টায় হঠাৎ আকাশ অন্ধকার হয়ে যায়। কিছু বুঝে উঠার আগেই ঝিরি ঝিরি বৃষ্টি শুরু হয়। হঠাৎই এই বৃষ্টি প্রচন্ড ঝড়ে রূপ নেয়।এই শিলা বৃষ্টিতে মানুষের বাড়ি ঘর, গাছ-পালা, পশু-পাখি, ইরি-বোরো ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।

বরমী ইউনিয়নের গাড়ারন গ্রামের মান্নান মোড়ল জানান, হঠাৎ আকাশ কালো হয়ে অন্ধকার হয়ে যায় কিছু বুঝে উঠার আগেই শিলাবৃষ্টি শুরুহয়। আমার তিনটি গরু গোয়াল ঘরে রেখে দৌড়ে ঘরে আসি। কিছুক্ষন পর দেখি আমার গোয়াল ঘর গরু উপর ভেঙ্গে পড়ে। বাড়ির লোকজন গিয়ে শিলাবৃষ্টির মাঝেই দৌড়ে গরু গুলোকে উদ্ধার করি। এসময় চালার টিন উড়ে গিয়ে দু’জন আহত হয়েছে।

তিনি আরো জানা, আমার ৮৫ বছর বয়সে এরকম শিলাবৃষ্টি কখনো দেখিনি। বাড়ির আঙ্গিনায় কোন কোন জায়গায় প্রায় ৫ ইঞ্চি উঁচু হয়ে বরফ জমে ছিল।আল্লাহ্ আমাদের রক্ষা করেছেন।

উপজেলার সোনাকর গ্রামের সাইফুল ইসলাম জানান, ঝড়ে তার একটি ঘরের টিনের চালা উড়ে যায়।বাড়ির গাছ-পালা ভেঙ্গে পড়ে ও ফসলের ব্যাপক ক্ষতি হয়।তবে কেউ হতাহত হয়নি।

গোসিংগা ইউনিয়নের পেলাইদ গ্রামের আশরাফ উদ্দিন জানান, ঝড়ে তার একটি ছাপড়া ঘরের টিনের চালা উড়ে যায় এবং একটি মাটির ঘরের টিনের চালা শিলাবৃষ্টির কারণে ছিদ্র হয়ে যায়। টিনের টানে আমার হাত কেটে যায়।তবে পরিবারে কেউ গরুত্বর আহত হয়নি।

উপজেলার বরমী ইউনিয়নে গাড়ারন বহুমূখী ফাজিল মাদাসার একটি টিনসেড কক্ষের চালা উড়ে যায়।এসময় শিক্ষা প্রতিষ্ঠানটি ছুটি হয়ে যাওয়া কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

এছাড়াও স্বরনকালের এই ভয়াবহ শিলাবৃষ্টি ও ঝড়ে মানুষের বাড়ি-ঘর, দোকান-পাঠ, গাছ-পালা ও ফসলে ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। এসময় অনেকেই আহত হওয়ার খবর পাওয়া গেছে। উপজেলায় বিভিন্ন রাস্তার উপর গাছ উপড়ে পড়ে থাকতে দেখা গেছে।

কোন মন্তব্য নেই