জি নিউজ ডেস্কঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুরের ৫টি আসনে মহাজোটের পার্থী হয়ে লড়বেন যারা। বাংলাদেশ জাতীয় সংসদের সংসদীয় আসন ১৯৪ (গাজীপুর-১) আ ক ম মোজাম্মেল হক। ১৯৫ (গাজীপুর-২) জাহিদ আহসান রাসেল। ১৯৬ (গাজীপুর-৩) ইকবাল হোসেন সবুজ। ১৯৭ (গাজীপুর-৪) সিমিন হোসেন রিমি। ১৯৮ (গাজীপুর-৫) মেহের আফরোজ চুমকি। রবিবার (২৫ নভেম্বর) সকাল থেকে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ের দলের কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগ সভাপতি স্বাক্ষরিত এই মনোনয়ন চিঠি প্রার্থীদের হাতে তুলে দেয়া হচ্ছে।