গাজীপুরের ৫টি আসনে মহাজোটের পার্থী হয়েছেন যারা

0
73

জি নিউজ ডেস্কঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুরের ৫টি আসনে মহাজোটের পার্থী হয়ে লড়বেন যারা। বাংলাদেশ জাতীয় সংসদের সংসদীয় আসন ১৯৪ (গাজীপুর-১) আ ক ম মোজাম্মেল হক। ১৯৫ (গাজীপুর-২) জাহিদ আহসান রাসেল। ১৯৬ (গাজীপুর-৩) ইকবাল হোসেন সবুজ। ১৯৭ (গাজীপুর-৪) সিমিন হোসেন রিমি। ১৯৮ (গাজীপুর-৫) মেহের আফরোজ চুমকি। রবিবার (২৫ নভেম্বর) সকাল থেকে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ের দলের কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগ সভাপতি স্বাক্ষরিত এই মনোনয়ন চিঠি প্রার্থীদের হাতে তুলে দেয়া হচ্ছে।

আপনার মতামত প্রকাশ করেন

আপনার মন্তব্য দিন
আপনার নাম এন্ট্রি করুন