গাজীপুরে অগ্নিকান্ডে পুড়ে গেছে ১৬ বসতঘর, ৪ দোকান

0
19

 

জি নিউজ ডেস্কঃ গাজীপুর সিটি করপোরেশনের নতুনবাজার এলাকায় আগুনে পুড়ে গেছে ১৬টি বসতঘর ও চারটি দোকান।

বুধবার ৫ ডিসেম্বর মধ্যরাতে এ অগ্নিকাণ্ড ঘটে। গাজীপুর ফায়ার স্টেশনের দুইটি ইউনিটের কর্মীরা প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

গাজীপুর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. জাকির হোসেন জানান, রাত ২টার দিকে শরিফপুররোড নতুনবাজর এলাকার মাহমুদা আলমের মালিকানাধীন টিনের দোকানঘরে আগুন লাগে। এসময় দ্রুত আগুন পাশে থাকার ঘরে ও তার বোন পারুল বেগমের মালিকানাধীন বসতঘর ও দোকানে ছড়িয়ে পড়ে। পরে গাজীপুর ফায়ার স্টেশনের দুইটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে মাহমুদা আলমের ২টি দোকানঘর ও ১০টি বসতঘর এবং পারুল বেগমের ২টি দোকান ও ৬টি বসতঘর এবং মালামাল পুড়ে গেছে। আগুনে আনুমানিক প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ সময় ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় ৩০ লাখ টাকার মালামাল উদ্ধার করে। তাদের ধারণা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

কোন মন্তব্য নেই