জি নিউজ ডেস্কঃ গাজীপুর নগরে আগুন লেগে একটি শ্রমিক কলোনির ১২টি ঘর পুড়ে গেছে।মোগরখাল এলাকার নজরুল ইসলামের মালিকানাধীন ওই কলোনিতে বৃহস্পতিবার দুপুরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে এতে হতাহেতের কোনো ঘটনা ঘটেনি।জয়দেবপুর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ জাকারিয়া হোসেন বলেন, বেলা সোয়া ১২টার দিকে বৈদ্যুতিক শটসার্কিট কলোনির একটি ঘরে আগুন লাগে। পরে তা দ্রুতই আশেপাশের ঘরে ছড়িয়ে পড়ে।“খবর পেয়ে গাজীপুর ফায়ার স্টেশনের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করে। কিন্তু ততক্ষণে ১২টি ঘর এবং মালামাল পুড়ে যায়।”