গাজীপুরে আবাসিক হোটেলে অভিযান আটক-২১

0
151

জি নিউজ ডেস্কঃ গাজীপুরের মাস্টারবাড়ী ও হোতাপাড়া এলাকায় আবাসিক হোটেলে অভিযান চাল‌িয়‌ে ২১ জন নারী- পুরুষকে অাটক কর‌েছে পুল‌িশ।

গাজীপুরে নবাগত পুলিশ সুপার শামসুন্নাহারের নির্দে‌শে হোতাপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই নাজমুল হক নয়নের নেতৃীত্বে আবাসিক হোটেলে অভিযান পরিচালনা করে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে ২১ জন নারী-পুরুষকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার সন্ধ্যায় গাজীপুর সিটি কর্পোরেশনের মাষ্টার বাড়ী জোৎনা প্রেট্রোল পাম্পের পাশে তাজমহল গেস্ট হাউজ ও বাংলাবাজার এলাকার শাপলা আবাসিক নামক হোটেল থেকে তাদেরকে আটক করা হয়।

জয়দেবপুর থানার হোতাপাড়া পুলিশ ফাঁড়ির ইন্চার্জ এস আই নাজমুল হক নয়ন জানান গাজীপুরের নবাগত পুলিশ সুপারের নির্দেশে আজ সন্ধ্যা থেকে রাত ৯ টা প্রর্যন্ত তাজমহল গেস্ট হাউজ ও শাপলা আবাসিক হোটেলে অভিযান পরিচালনা করি
এ সময় অসামাজিক কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে ৯জন নারী ও ১২জন পুরুষকে আটক করে থানায় পাঠানো হয়,এবং এদরনের অভিযান নিয়মিত বিরতিতে চলতে থাকবে বলে জানান হোতাপাড়া পুলিশ ফাঁড়ীর ইন্চার্জ এস আই নাজমুল।

আপনার মতামত প্রকাশ করেন

আপনার মন্তব্য দিন
আপনার নাম এন্ট্রি করুন