গাজীপুরে আল-কুরআন গবেষণা পরিষদের সম্মেলন ও ডায়রি বিতরণ
শামসুল হুদা লিটনঃ
বাংলাদেশ আল-কুরআন গবেষণা পরিষদ, গাজীপুর জেলা শাখার বার্ষিক সম্মেলন ও ডায়েরী বিতরণ অনুষ্ঠান ১২ নভেম্বর শনিবার বিকেলে শহরের বিএম কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ আল- কুরআন গবেষণা পরিষদের গাজীপুর জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মাওলানা হারুন অর রশীদ মোল্লার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ মাওলানা মোঃ লোকমান হোসাইনের পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির মহাসচিব শায়খ মুহাদ্দিস মামুনুর রশীদ জালালী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুরআন গবেষণা পরিষদের ঢাকা বিভাগীয় সভাপতি মাওলানা মোহাম্মদ মোতালিব হোসেন বরকতী, সাধারণ সম্পাদক ইন্জিনিয়ার মাওলানা মাহবুবুর রহমান।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বারামা ফাজিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল কালাম আজাদ, মাওলানা আব্দুল গাফফার নূরী,মাওলানা মোঃ আনোয়ার হোসেন নওগায়ী প্রমূখ।
পরে অতিথিগণ আমন্ত্রিত উলামায়ে কেরামদের মাঝে কুরআন গবেষণার ডায়েরি বিতরণ করেন।