গাজীপুরে ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব

0
15

গাজীপুরে ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব

জি নিউজ ডেস্কঃ গাজীপুরের টঙ্গী বাজার এলাকা থেকে ইয়াবা ট্যাবলেট ও নগদ সাড়ে ৮লাখ টাকাসহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব।১০ এপ্রিল টঙ্গী বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।

র‌্যাব-১ এর সিনিয়র সহকারী পরিচালক কামাল উদ্দীন পোড়াবাড়ি ক্যাম্পে সংবাদ সম্মেলনে জানান, ওই এলাকার রাজ্জাক প্লাজার সামনে কিছু মাদকব্যবসায়ী মাদক বেচাকেনা করছে এমন খবরে সেখানে অভিযানে যায় তারা।
এ সময় হাতেনাতে আটক করা হয় ৪ মাদকব্যবসায়ীকে। উদ্ধার করা হয় বিপুল পরিমাণ ইয়াবা ও মাদক বিক্রির নগদ সাড়ে ৮লাখ টাকা। একইসাথে জব্দ করা হয় ১টি পাসপোর্ট, ১টি ব্ল্যাংক চেক ও অনলাইন প্রত্রিকার একটি ভুয়া আইডিকার্ড।

সূত্রঃ সময় টিভি।

কোন মন্তব্য নেই