গাজীপুরে এতিম ও পথশিশুর মাঝে শীত বস্ত্র বিতরণ

0
179

আমান উল্লাহ,ব্যাুরো চীফ গাজীপুর:: শীতের তীব্রতা বৃ‌দ্ধির সা‌থে সা‌থেই শীত বস্ত্র বিতরণ শুরু হ‌লো গাজীপুর জেলায়।এর অংশ হিসেবে এতিম ও পথশিশুর মাঝে শীত বস্ত্র বিতরণ করেন লেডিস ক্লাব ও জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি জনাব ইসরাত জিনাত।

বৃহস্পতিবার ১৯ ডিসেম্বর সরকারি শিশু পরিবার (বালিকা) ভানুয়া, গাজীপুরে ৮৭ জন এতিম ও পথশিশুর মাঝে শীত বস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেন লেডিস ক্লাব ও জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি জনাব ইসরাত জিনাত।

উক্ত কার্যক্রমের আয়োজন করেন উপজেলা নির্বাহী অফিসার, গাজীপুর সদর জনাব আব্দুল্লাহ আল জাকী।

কোন মন্তব্য নেই