গাজীপুরে কর্মহীন অসহায়দের মাজে আত তাওহীদ ছাত্র পরিষদের উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ

0
101

গাজীপুরে কর্মহীন অসহায়দের মাজে আত তাওহীদ ছাত্র পরিষদের উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ। প্রাথমিক অবস্থায় প্রায় অর্ধশত পরিবারের মাঝে এই ত্রাণ সামগ্রী বিতরণ করছেন এই সংগঠন।

করোনা পরিস্থিতির উন্নতি না ঘটলে,এই কার্যক্রম অব্যাহত রাখার ঘোষণাও দেন তারা।

যারা সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আত তাওহীদ এর সমন্বয়ক মুহাম্মাদ আব্দুল্লাহ উসামা সবার উদ্দেশ্যে বলেন,আমরা সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাচ্ছি। আপনারাও এগিয়ে আসুন! অন্তত একটি পরিবারের দায়িত্ব নিন! আল্লাহ আপনাকে উত্তম বিনিময় দান করবেন।
আত তাওহীদ ছাত্র পরিষদের ত্রাণ বিতরণ কর্মসূচিতে অন্যতম একটি দিক হল,তারা প্রতিটি প্যাকেটে একটি করে চিঠি সেঁটে দেয়!
তাতে লেখা রয়েছে
প্রিয় মা-বাবা আমরা জানি আপনারা অসহায় নয়, পরিস্থিতির শিকার। বাংলাদেশের এই লকডাউনে আপনাদের মতো অনেকেই আজ থমকে গেছে। আপনাদের সংসার চালাতে বেশ কষ্ট হচ্ছে।

তাই আপনাদের কাছথেকে দোয়া নিতে,আত তাওহীদ ছাত্র পরিবারের পক্ষথেকে ছোট্ট করে একটু হাদিয়ার ব্যবস্থা করেছি। দয়া কিংবা দান নয়,এটি আপনাদের জন্য উপহার।
আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন আমৃত্যু আপনাদের খেদমত করতে পারি,আল্লাহুম্মা আমীন।

কোন মন্তব্য নেই