গাজীপুরে কাভার্ডভ্যান চাপায় কলেজ ছাত্রী নিহত, গাড়িতে আগুণ!

0
19
 জি নিউজ ডেস্কঃ গাজীপুরে কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছে। নিহত শিক্ষার্থীর নাম ফারহানা আক্তার মিম গাইবান্ধার সাঘাটা থানার কদুরিয়া এলাকার মোঃ ফারুক হোসেনের মেয়ে।সে স্থানীয় টঙ্গী সফিউদ্দিন সরকার একাডেমী এন্ড কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী। ছাত্র ও এলাকাবাসি ওই কাভার্ডভ্যনে অগ্নিসংযোগ করে পুড়িয়ে দিয়েছে। শনিবার (৪ আগষ্ট)গাজীপুরের বড়বাড়ি এলাকায় দুপুর ১২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় ঢাকাগামী একটি কভার্ডভ্যান মিমকে চাপা দেয়। এতে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে তায়রুন্নেছা মেমোরিয়াল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় এবং চালকসহ কাভার্ডভ্যানটি আটক করে। কিন্তু আহত ছাত্রীর অবস্থার অবনতি দেখে তাকে সেখান থেকে আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মিম মারা যায়।এসময় ফায়ার সার্ভিস আগুন নেভাতে গেলে উত্তেজিত লোকজনের হামলায় ফায়ার সার্ভিসের চার কর্মীসহ কাভার্ডভ্যান চালক আহত হয়েছে।ঘটনার ঠিক পাশেই ‘নিরাপদ সড়ক চাই’ এর দাবিতে নানা কর্মসূচি পালন করছিল শিক্ষার্থীরা। দ্রুত আশেপাশের এলাকায় এ ঘটনার কথা ছড়িয়ে পড়লে। মুহুর্তেই শিক্ষার্থীসহ সহস্রাধিক এলাকাবাসি ঘটনাস্থলে জড়ো হয়ে এ ঘটনার প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। একপর্যায়ে উত্তেজিত লোকজন আটক কাভার্ড ভ্যানটিতে অগ্নিসংযোগ করে। এসময় তারা ভ্যানের চালককেও বেধড়ক গণপিটুনী দেয়। এতে ওই চালক গুরুতর আহত হয়। পরে ভ্যান চালককে অচেতন অবস্থায় ওই ভ্যানের নীচে ফেলে রাখে। সেখান থেকে আহত চালককে উদ্ধার করে তায়রুন্নেছা মেমোরিয়াল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। ঘটনার পর থেকে বিক্ষুব্ধ এলাকাবাসি ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রেখে। জয়দেবপুর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. জাকির হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলের কাছাকাছি পৌঁছলে বিক্ষুদ্ধরা বাধা দেয় এবং ফায়ার সার্ভিসের গাড়িও ভাঙচুর করে।


আপনার মতামত প্রকাশ করেন

আপনার মন্তব্য দিন
আপনার নাম এন্ট্রি করুন