গাজীপুরে গত ২৪ ঘন্টায় শনাক্ত ৪১ করোনা রোগী, আরও দুই জনের মৃত্যুতে সংখ্যা-১৩

0
59

গাজীপুর: দেশে প্রতিদিন বাড়ছে করোনা সংক্রমণের সংখ্যা। গাজীপুরেও প্রতিদিন এর সংক্রমন বেড়েই চলেছে এর মধ্য হটস্পট ঘোষনা করা হয়েছে এ জেলাকে করা হয়েছে লকডাউন।কিন্তু কিছুই যেন কাজে আসছে না।এর মধ্যে ডাক্তার, আইন শঙ্খলাবাহিনীর সদস্য, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ করোনা আক্রান্ত হয়েছেন।

আজ শুক্রবার ০৫ জুন গাজীপুরে নতুন করে ৪১ জন করোনা শনাক্ত হয়েছে। জেলায় করোনায় আক্রান্ত রোগীর মোট সংখ্যা দাঁড়িছে ১৫৩১ জন। গাজীপুর সিভিল সার্জন অফিস ফেসবুক গ্রুপে থেকে এই তথ্য প্রকাশ করা হয়।

গাজীপুর সদরে নতুন করে ১৮ জন সহ মোট ৯৭৪ জন, কালিগঞ্জে নতুন করে কেউ আক্রান্ত ৪ মোট ১৫৫ জন, কাপাসিয়ায় নতুন করে ১২ জন মোট ১১৪ জন, কালিয়াকৈর নতুন করে শনাক্ত ৭ জন মোট ১৭০ জন ও শ্রীপুরে উপজেলায় নতুন কেউ নেই,মোট আক্রান্ত ১১৮ জন। সব মিলিয়ে ০৫ জুন পর্যন্ত গাজীপুর জেলায় মোট ১৫৩১ জন করোনা রোগী নিশ্চিত হয়েছে।

২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৭০৩ জনের। এ পর্যন্ত নমুনা পরিক্ষা করা হয় ১২৭৭৮ জনের।এর মধ্য আরও দুই জনের মৃত্যু হয়েছে, মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িছে ১৩ জনে। মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৯২ জন রোগী।

কোন মন্তব্য নেই