গাজীপুরে চুলাই মদ ও মদ তৈরির উপকরণ জব্দ, আটক ২ 

0
122

বিশেষ প্রতিনিধি গাজীপুর:গাজীপুরের জয়দেবপুর কুমারখাদা এলাকা থেকে পাঁচ হাজার লিটার চোলাই মদ ও মদ তৈরীর উপকরণসহ দুইজনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২২ মে) সকালে জয়দেবপুর থানার কুমারখাদা এলাকা তাদের আটক করা হয়। এ সসময় হোতাপাড়া ফাঁড়ীর পুলিশ পাঁচ হাজার লিটার চোলাই মদ ও মদ তৈরির উপকরণ সহ দুই জনকে আটক করেছে আটককৃতরা হলো কুমারখাদা এলাকার মৃত হাবিবুল্লার ছেলে মো. মামুন মিয়া (৩০) ও একই এলাকর শ্রী সুর্বণ চন্দ্র বর্মনের ছেলে সম্ভু চন্দ্র বর্মন (৩৮)।

হোতাপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. রফিকুল ইসলাম জানান, কুমারখাদা এলাকায় অভিযান চালিয়ে পাঁচ হাজার লিটার চোলাই মদ ও মদ তৈরীর উপকরণ সহ মামুন মিয়া ও সম্ভু চন্দ্র বর্মন নামে দুই ব্যক্তিকে আটক করা হয়। এ সময় তাদের কাছথেকে পাঁচ হাজার লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।এ ঘটনায় জয়দেবপুর থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

আপনার মতামত প্রকাশ করেন

আপনার মন্তব্য দিন
আপনার নাম এন্ট্রি করুন