গাজীপুরে চুলাই মদ ও মদ তৈরির উপকরণ জব্দ, আটক ২ 

0
122

বিশেষ প্রতিনিধি গাজীপুর:গাজীপুরের জয়দেবপুর কুমারখাদা এলাকা থেকে পাঁচ হাজার লিটার চোলাই মদ ও মদ তৈরীর উপকরণসহ দুইজনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২২ মে) সকালে জয়দেবপুর থানার কুমারখাদা এলাকা তাদের আটক করা হয়। এ সসময় হোতাপাড়া ফাঁড়ীর পুলিশ পাঁচ হাজার লিটার চোলাই মদ ও মদ তৈরির উপকরণ সহ দুই জনকে আটক করেছে আটককৃতরা হলো কুমারখাদা এলাকার মৃত হাবিবুল্লার ছেলে মো. মামুন মিয়া (৩০) ও একই এলাকর শ্রী সুর্বণ চন্দ্র বর্মনের ছেলে সম্ভু চন্দ্র বর্মন (৩৮)।

হোতাপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. রফিকুল ইসলাম জানান, কুমারখাদা এলাকায় অভিযান চালিয়ে পাঁচ হাজার লিটার চোলাই মদ ও মদ তৈরীর উপকরণ সহ মামুন মিয়া ও সম্ভু চন্দ্র বর্মন নামে দুই ব্যক্তিকে আটক করা হয়। এ সময় তাদের কাছথেকে পাঁচ হাজার লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।এ ঘটনায় জয়দেবপুর থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

কোন মন্তব্য নেই