গাজীপুরে চোর চক্রের সক্রিয় ৩ সদস্য’কে গ্রেফতার করেছে র্যাব-১
আমান উল্লাহ, ব্যাুরো চীফ গাজীপুর:: গাজীপুরের মেম্বারবাড়ী এলাকা হইতে প্রায় কোটি টাকা মুল্যের বৈদ্যুতিক চোরাই তারসহ চোরাকারবারী চক্রের সক্রিয় ০৩(তিন) সদস্য’কে হাতে নাতে গ্রেফতার করেছে র্যাব-১ পোড়াবাড়ী ক্যাম্প।
রবিবার ০৭ জুলাই সকালে র্যাব-১ এর একটি আভিযানিক দল বানিয়ারচালা মেম্বারবাড়ী এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চোর চক্রের সক্রিয় তিন সদস্য’কে হাতে নাতে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হল, মুন্সিগঞ্জ জেলা শ্রীনগর থানা কোলাপাড়া এলাকার মৃত জালাল শেখের পুত্র মোঃ উজ্জল শেখ (৪৯), নড়াইল জেলা লোহাগড়া থানা সারুলিয়ার মো: জালাল শেখের পুত্র মোঃ খাইরুলদ শেখ (৩৫) এবং গাজীপুর সদর বানিয়ারচালা এলাকার মৃত ইসমাইল হোসেনের পুত্র মোঃ শাহীন আলম (৩৫)। এ সময় তাদের দখলে থাকা টিন সেড গুদাম ঘর থেকে ১৪হাজার৭৮৪ কেজী বৈদ্যুতিক তার, ৩শত ৯৮কেজী ড্রামের রড উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ৮০ লাখ টাকা। এ ছাড়াও ২টি লোহার শাবল, ৩টি লোহার চাপাতি, ১টি লোহার দা, নগদ ৭হাজার ৯৭৪টাকা এবং ১৪টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।র্যাবের জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা বৈদ্যুতিক তার চুরির কথা স্বীকার করে। উদ্ধারকৃত আলামত ও আটকৃতদের আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।