গাজীপুরে চৌরাস্তা, শিমুলতলী রোড ও জোড়পুকুর এলাকায় মোবাইল কোর্টের অভিযান

0
79

আমান উল্লাহ,ব্যাুরো চীফ গাজীপুর:: গাজীপুর মহানগরীর চৌরাস্তা, শিমুলতলী রোড ও জোড়পুকুর এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯ এর অধীন মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়েছে।

সোমবার ১৩ মে এ অভিযান পরিচালিত হয়। এ সময় চারটি প্রতিষ্ঠানে মোট ৪৩,০০০/- জরিমানা করা হয়েছে। এর মধ্যে অপরাধের মাত্রা অনুযায়ী চৌরাস্তায় ভাই ভাই রেস্তোরাঁ ও জোড়পুকুর এ ঝাউবন রেস্তোরাঁ কে পচা বাসি ইফতার নতুন ইফতারের সাথে মিশিয়ে বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও সংরক্ষণ, অস্বাস্থ্যকর তেলে খাবার তৈরীর অপরাধে যথাক্রমে ৮০০০/- ও ১০,০০০/- এবং চৌরাস্তার রসের মিষ্টি কে মেয়াদবিহীন খাদ্য বিক্রির দায়ে ৫০০০/- এবং শিমুলতলীতে হাসিব সুপার শপ এ মেয়াদোত্তীর্ণ পণ্য ও নকল কসমেটিক্স বিক্রির দায়ে ২০,০০০/- জরিমানা করা হয়েছে।

জব্দকৃত সকল মালামাল ঘটনাস্থলে ধ্বংস করা হয়েছে। মোবাইল কোর্ট অভিযানটি পরিচালনা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবাইয়া ইয়াসমিন। গাজীপুরের জেলা প্রশাসক এক প্রেস বিজ্ঞপ্তিতে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

কোন মন্তব্য নেই