গাজীপুরে জিসিসি নির্বাচনের প্রচারনায় বৃষ্টি উপেক্ষা করেও মাঠে মেয়র প্রার্থীরা

0
16

ঈদের পরে জমে উঠেছে গাজীপুর সিটি নির্বাচনের প্রচারনা।প্রতিটি ওয়ার্ডে চলছে ব্যাপক প্রচারনা।আর মাত্র ৬দিন পর আগামী ২৬ জুন গাজীপুর সিটি কর্পোরেশনের (জিসিসি) নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে বিজয়ী হতে প্রার্থীরা নিচ্ছেন বিভিন্ন প্রচারনার কৌশল। মঙ্গলবার সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতে জলাবদ্ধতার সৃষ্টি হয়। প্রার্থীরা রোদ বৃষ্টি ও কাদাকে উপেক্ষা করে কর্মী সমর্থকদের নিয়ে ভোটারদের দাঁড়ে দাঁড়ে ছুটে যাচ্ছেন চষে বেড়াচ্ছেন শহরের অলিগলি ও পাড়া মহল্লায় সালাম জানাচ্ছেন পার্থীদের।বসে নেই পার্থীদের বন্ধু বান্ধব স্বজনেরাও।

ছোট ছোট দলে বিভক্ত হয়ে তারা পুরো নির্বাচনী এলাকা চষে বেড়াচ্ছেন। তাদের সঙ্গে যোগ দিচ্ছেন প্রধান রাজনৈতিকদল আওয়ামীলীগ ও বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিকদল ও সংঘঠনের বেশ কয়েক কেন্দ্রীয় নেতা। তারা ভোটারদের কাছে গিয়ে উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিচ্ছেন।

এবারের নির্বাচনে মেয়র পদে মোট ৭জন প্রার্থী থাকলেও ধারনা করা হচ্ছে মূল লড়াই হবে প্রধান দুই রাজনৈতিক দলের মনোনীত দুই প্রার্থীর মধ্যে। এ দুই মেয়র প্রার্থীর মধ্যে ১৪ দলীয় জোট সমর্থিত আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলম নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং ২০ দলীয় জোট সমর্খিত বিএনপি মনোনীত মেয়র প্রার্থী হাসান উদ্দিন সরকার ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নির্বাচনে জয়ী হতে দুই প্রার্থীই মরিয়া।দু’জনই সর্বশক্তি নিয়োগ করে ভোটযুদ্ধে নেমেছেন। ভোটারদের দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। সবার দৃষ্টিই এখন দুই মেয়র প্রার্থীর দিকে।

আপনার মতামত প্রকাশ করেন

আপনার মন্তব্য দিন
আপনার নাম এন্ট্রি করুন