গাজীপুরে টঙ্গীতে ৪৬৯টি পাখি উদ্ধার :আটক-১০

0
36

গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের টঙ্গী বাজার এলাকা বন্যপ্রাণি অপরাধ দমন ইউনিট ও র‌্যাব-১ সদস্যরা যৌথ অভিযান চালিয়ে বিভিন্ন প্রজাতির ৪৬৯টি পাখি উদ্ধার করেছে। এ সময় ১০জনকে আটক করে র‍্যাবব।

রোববার (২০ জানুয়ারী) সন্ধ্যায় টঙ্গীতে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে তাদেরকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করে।

বন্যপ্রাণি অপরাধ দমন ইউনিটের পরিদর্শক অসীম মল্লিক জানান, রবিবার র‌্যাব-১ ও বন্যপ্রাণি অপরাধ দমন ইউনিটের সদস্যরা গাজীপুর সিটি কর্পোরেশনের টঙ্গী বাজার এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে। এ সময় তারা ১০ জনকে আটক এবং বিভিন্ন প্রজাতির ৪৬৯টি পাখি জব্দ করা হয়। জব্দকৃত পাখিগুলোর মধ্যে ময়না ২টি, টিয়া ৭১টি, মুনিয়া ১৮৫টি, কালিম ৬টি, ঘুঘু ১২০টি ও শালিক ৮৫টি রয়েছে।

পরে সন্ধ্যায় তাদের বিরুদ্ধে ভ্র্যাম্যমান আদালত পরিচালনা করা হয়। র‌্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম অবৈধভাবে দেশীয় পাখি আটক ও বিক্রির অভিযোগে আটককৃতদের বিভিন্ন মেয়াদে (এক থেকে ৬ মাসের) কারাদন্ড প্রদান প্রদান করে গাজীপুর জেলা কারাগারে পাঠানো হয়। জব্দকৃত পাখিগুলো র‌্যাব সদর দপ্তর ও সংসদ ভবন এলাকায় অবমুক্ত করা হয়।

আপনার মতামত প্রকাশ করেন

আপনার মন্তব্য দিন
আপনার নাম এন্ট্রি করুন