গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরে মাদক বিরোধী বিশেষ অভিযানে তিন জনকে আটক করেছে ডিবি পুলিশ। রোববার (১১ নভেম্বর) গাজীপুর ডিবির মাদক বিরোধী স্পেশাল টীম শ্রীপুর থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১। শাহ জাহান সরকার(৩৭), পিতা-আফাজ উদ্দিন, সাং-আদেপাশা, ২। এমারত হোসেন(৩৫), পিতা-মৃত-আঃ রাজ্জাক, সাং-ভোগড়া, ৩। মোঃ সোহেল(২৫), পিতা-মৃত-আনিছুর রহমান, সাং-আদেপাশা, সর্বথানা-বাসন, গাজীপুর মেট্টোপলিটন, গাজীপুরগনকে ১১০ (একশত দশ) পিচ ইয়াবা মাদকদ্রব্য সহ আটক করে। গাজীপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অফিসার ইনচার্জ সৈয়দ মাহবুবুর রহমান জানান ঘটনার সত্যতা নিশ্চত করেন।