গাজীপুরে দরিদ্র অসহায় মানুষদের খাদ্য সামগ্রী বিতরণ করেন ডিসি এস এম তরিকুল ইসলাম

0
37

নভেল করোনা(COVID-19) এর প্রভাবে গাজীপুর সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত এলাকায়কর্মহীন হয়ে পড়া শ্রমজীবী মানুষ, প্রতিবন্ধী, হিজড়া, দলিত, হরিজন, বেদে ও দরিদ্র অসহায় মানুষদের খাদ্য সহায়তা বিতরণ করেন গাজীপুরের জেলা প্রশাসক জনাব এস এম তরিকুল ইসলাম।

বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ তথা সমাজকল্যাণ মন্ত্রনালয়, ঢাকা এর অর্থায়নে জেলা প্রশাসন, গাজীপুর এবং জেলা সমাজসেবা কার্যালয়, গাজীপুরের উদ্যোগে ১ম পর্বে ২৫৩ টি পরিবারে খাদ্য সামগ্রী ও উপকরণ বিতরণ করা হয়েছে। প্রতি প্যাকেটে ১০ কেজি চাল, ০১ কেজি ডাল, ০৩ কেজি আলু, ০১ লিটার তেল ও ০১ টি করে সাবান দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন গাজীপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) জনাব মোহাম্মদ মশিউর রহমান, গাজীপুর জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক জনাব এস, এম, আনোয়ারুল করিম সহ আরো অনেকে।

কোন মন্তব্য নেই