গাজীপুরে পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের শতবর্ষী গাছ কাটার প্রতিবাদে মানববন্ধন

0
10

গাজীপুর: গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের শিরিরচালা এলাকায় পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের আঞ্চলিক গবেষণা কেন্দ্রের ৫৪টি গাছ কাটে ফেলার দাবীতে মানবন্ধন করেছে কয়েকটি সংগঠন।

শনিবার ২ নভেম্বর সকাল ১১টায় বাংলাদেশ নদী পরিব্রাজক দল, রিভার এন্ড নেচার ফাউন্ডেশন, বাংলাদেশ পরিবেশ আন্দোলন ও শ্রীপুর সাহিত্য পরিষদের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শ্রীপুর সাহিত্য পরিষদের সভাপতি রানা মাসুদের সভাপতিত্বে ও পরিবেশ কর্মী মিশকাত রাসেলের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, রিভার এন্ড নেচার ফাউন্ডেশনের চেয়ারম্যান খোরশেদ আলম,-বাংলাদেশ নদী পরিব্রাজক দল শ্রীপুর উপজেলা শাখার সভাপতি সাঈদ চৌধুরী, সাধারণ সম্পাদক শফি কামাল,শ্রীপুর সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক কবি মহসিন আহমেদ, নদী পরিব্রাজক দল শ্রীপুর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক জুবায়ের আহমেদ,পরিবেশ বিদ নুরুজ্জামান মাস্টার,শিক্ষক দেলোয়ার হোসেন, গাজীপুর জেলা নদী পরিব্রাজক দলের সাংগঠনিক সম্পাদক সাদিকুর রহমান সাগর সহ স্থানিয়রা।

এসময় বক্তারা বলেন, আমাদের এলাকা একটি শিল্পাঅধ্যাসিত এলাকা প্রতিনিয়ত মিল কারখানার ধোয়ায় প্রবিবেশ দূষন হচ্ছে।

সম্প্রতি ইনস্টিটিউটের আঞ্চলিক গবেষণা মাঠে থাকা ৪১টি কাঁঠালগাছ, একটি শিমুল, নয়টি আম ও তিনটি তালগাছ সহ মোট ৫৪টি গাছ কেটে ফেলা হচ্ছে। আমরা এর প্রতিবাদ জানাচ্ছি।

তারা আরো বলেন, আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি গাছ গুলো জ্বালানি কাঠ হিসেবে বিক্রি করে দেওয়ার জন্য নিলাম বিজ্ঞপ্তি দেওয়া হয়। পরবর্তীতে তরিগড়ি করে শতবর্শী গাছ গুলো কেটে ফেলা হচ্ছে। যেখানে গাছ গুলোর আনুমানিক মূল্য হবে ৫০ লাক্ষ টাকা। পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের আঞ্চলিক গবেষণা কেন্দ্রের বিতরে অনেক খালি জায়গা রয়েছে। গাছগুলো বিক্রি করে পরিবেশ নষ্টের পাশাপাশি অক্সিজেনের ঘাটতির উদ্যোগ নেওয়া হয়েছে। সারা দেশে তালগাছ রোপণ করার জন্য বলা হলেও এখানে পুরোনো তালগাছ নিধন করা হচ্ছে। আমরা এমন অন্যায় সিদ্ধান্ত বাতিল চাই। গাছ কাটা নয়, রোপণ করে পরিবেশ সুরক্ষা করতে হবে।’ যদি গাছ কাটা বন্ধ না হয় তাহলে তাহলে আমরা পরবর্তী কর্মসূচী দিব।

আপনার মতামত প্রকাশ করেন

আপনার মন্তব্য দিন
আপনার নাম এন্ট্রি করুন