গাজীপুর:: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুরের পাঁচটি আসনের মধ্যে কালীগঞ্জ ছাড়া চারটিতেই আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন। গাজীপুর-৫ কালীগঞ্জ আসনে জয় পাননি আওয়ামী লীগের বর্তমান সংসদ সদস্য মেহের আফরোজ চুমকি, সেখানে বিজয়ী হয়েছেন ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আখতারউজ্জামান।
রোববার রাতে গাজীপুর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আবুল ফাতে মোহাম্মদ শফিকুল ইসলাম বেসরকারি এই ফলাফল ঘোষণা করেন।
ঘোষিত ফলাফল অনুয়ায়ী, গাজীপুর-১ (কালিয়াকৈর এবং গাজীপুর সিটির একাংশ) আসনে নৌকা প্রতীকের প্রার্থী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বিজয়ী হয়েছেন ১ লাখ ৯ হাজার ২১৮ ভোটে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের নেতা রেজাউল করিম রাসেল ট্রাক প্রতীকে পেয়েছেন ৯২ হাজার ৭৮৮ ভোট।
গাজীপুর-২ (গাজীপুর সিটির একাংশ ও ক্যান্টনমেন্ট এলাকা) আসনে নৌকা প্রতীকে বিজয়ী হয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল। তিনি পেয়েছেন ১ লাখ ৪ হাজার ৪৭৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি কাজী আলিম উদ্দিন পেয়েছেন ৮৪ হাজার ১২৯ ভোট।
গাজীপুর-৩ (শ্রীপুর ও গাজীপুর সদর একাংশ) নৌকা প্রতীকের অধ্যাপিকা রুমানা আলী টুসি ১ লাখ ২৬ হাজার ১৯৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সবুজপেয়েছেন ১ লাখ ১ হাজার ৬৭৪ ভোট।
গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনে নৌকা প্রতীকে বর্তমান সংসদ সদস্য সিমিন হোসেন রিমি ৮৯ হাজার ৭২৯ ভোট পেয়ে এবারও নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আলম আহমেদ পেয়েছেন ৪৪ হাজার ৪৫ ভোট।
গাজীপুর-৫ (কালীগঞ্জ, পুবাইল ও বাড়িয়া ইউনিয়ন) আসনে বিজয়ী হয়েছেন ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ডাকসুর সাবেক ভিপি ও জিএস আখতারউজ্জামান পেয়েছেন ৮২হাজার ৭২০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বর্তমান সংসদ সদস্য মেহের আফরোজ চুমকি নৌকা প্রতীকে পেয়েছেন ৬৭ হাজার ৭৮৩ ভোট।