গাজীপুরে পৃথক সড়ক দূর্ঘটনায় নিহত-২

0
39

জি নিউজ ডেস্কঃ গাজীপুরের শ্রীপুর ও রাজেন্দ্রপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছে। শ্রীপুর উপজেলার জৈনাবাজার-কাওরাইদ আঞ্চলিক সড়কে মোটরসাইকেল চাপায় এক বৃদ্ধ নিহত হয়েছেন অন্যদিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রাজেন্দ্রপুরে চৌরাস্তা এলাকায় রাস্তা পারা পারের সময় কাভার্ডভ্যান চাপায় এক বৃদ্ধা নিহত হয়েছেন।

বুধবার (৮ আগষ্ট) দুপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই বৃদ্ধা নিহত হওয়ার ঘটনা ঘটে।নিহত বৃদ্ধা খোদেজা আক্তার (৬৫) উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের হাকুলাইদ গ্রামের মুনসুর আলীর স্ত্রী। আর নিহত আব্দুল গফুর (৭০) একই উপজেলার আবদার গ্রামের ফজর আলীর ছেলে ।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এস আই) রাজিব সাহা জানান, জৈনাবাজার-কাওরাইদ সড়কের আবদার এলাকায় একটি মোটর সাইকেল আব্দুল গফুরকে চাপা দিলে গুরুতর আহত হয় । পরে তার স্বজনরা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়। মোটর সাইকেলসহ তিন কলেজ ছাত্রকে আটক করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়েছে পুলিশ।

নাওজোড় হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এস আই) মোহান্মদ আলী মামুন জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রাজেন্দ্রপুর চৌরাস্তা এলাকায় মহাসড়ক পার হওয়ার সময় একটি কাভার্ডভ্যান খোদেজা আক্তার (৬৫) বৃদ্ধাকে চাপা দিলে ঘটনাস্থলেই নিহত হয়।
নিহত খোদেজা আক্তার পরিবারের সাথে ময়মনসিংহের ত্রিশাল এলাকায় বেড়ানোর জন্য বাড়ী থেকে বেড়িয়ে হয়েছিল।এ ঘটনায় গাড়ির ড্রাইভার পালিয়ে গেলেও গাড়ি সহ হেলপারকে আটক করেছে পুলিশ।

আপনার মতামত প্রকাশ করেন

আপনার মন্তব্য দিন
আপনার নাম এন্ট্রি করুন