গাজীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে জেলা প্রশাসকের পুষ্পস্তবক অর্পণ

0
8

গাজীপুর:
সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহে সূর্যোদয়ের প্রাক্কালে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার মধ্য দিয়ে জাতীয় শোক দিবস ২০২০ পালন আরম্ভ হয়।

সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়, গাজীপুরস্থ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন কবির বিন আনোয়ার, সিনিয়র সচিব, পানি সম্পদ মন্ত্রণালয়, এস.এম. তরিকুল ইসলাম, জেলা প্রশাসক, গাজীপুর, আনোয়ার হোসেন, পুলিশ কমিশনার, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ, জামিল আহমেদ, প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলা পরিষদ, গাজীপুর ও গাজীপুরের বিভিন্ন দপ্তরের অফিস প্রধান/প্রতিনিধিরা ।

পরবর্তীতে ১৫ই আগষ্ট জাতীয় শোক দিবস ২০২০ উপলক্ষ্যে নাটমন্দির, জেলা প্রশাসকের কার্যালয়, গাজীপুর এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক এস.এম. তরিকুল ইসলাম।

গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ মশিউর রহমান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন,গাজীপুরের পুলিশ সুপার শামসুন্ননাহার,

জামিল আহমেদ, প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলা পরিষদ, গাজীপুর, জনাব সিদ্দিকুর রহমান, পুলিশ সুপার, শিল্প পুলিশ, গাজীপুর, ডা. খায়েরুজ্জামান, সিভিল সার্জন, গাজীপুর ও জনাব রিনা পারভীন, উপজেলা চেয়ারম্যান, গাজীপুর সদর উপজেলা পরিষদ ।

আপনার মতামত প্রকাশ করেন

আপনার মন্তব্য দিন
আপনার নাম এন্ট্রি করুন