গাজীপুরে ডিবি পুলিশের সাথে বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী কামরুল ইসলাম কামু (৩২) নিহত হয়েছে।নিহত কামাল খান ওরফে কামরুল ইসলাম ওরফে কামু টঙ্গীর এরশাদ নগর বস্তির মৃত সিরাজ খান ওরফে তমিজ উদ্দিনের ছেলে।এ সময় পুলিশের তিন সদস্য আহত হয়েছেন।বৃহস্পতিবার (৩১ মে) রাত আড়াইটার দিকে মহানগরীর পূবাইলের ভাদুন এলাকায় এ ঘটনা ঘটে।
এর আগে রাত সাড়ে ১০টার দিকে তাকে কালীগঞ্জের রায়েরদিয়া থেকে চার হাজার পিস ইয়াবা ও একটি নম্বরবিহীন প্রাইভেটকারসহ গ্রেফতার করা হয়।রাতেই কালীগঞ্জ থানায় তার বিরুদ্ধে মামলা রুজু করা হয়। কালীগঞ্জ থেকে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে আসার পথে রাত আড়াইটার দিকে তার সহযোগিরা তাকে ছিনিয়ে নেয়ার জন্য ডিবি পুলিশকে লক্ষ্য করে গুলি বর্ষণ করে । এ সময় ডিবি পুলিশ আাত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়লে।তার সহযোগি মাদক ব্যবসায়ীদের গুলিতে কামু আহত হয়।তাকে গুলিবিদ্ধ অবস্থায় গাজীপুরের শহীদ তাজ উদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গাজীপুর গোয়েন্দা পুলিশের পরিদর্শক ড্যারিক স্টিফেন কুইয়্যা জানান, বন্দুক যুদ্ধে ডিবি পুলিশের এএসআই কাদেরসহ ৩ পুলিশ সদস্য আহত হয়েছে। তাদেরকে হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। কামরুল ইসলাম কামু এলাকার চিহ্নিত ও কুখ্যাত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে টঙ্গী ও নারায়নগঞ্জসহ বিভিন্ন থানায় হত্যা ও মাদকসহ ১৪টি মামলা রয়েছে।