গাজীপুরে বিএনপির মানববন্ধন থেকে হান্নান শাহর ছেলে ও কাউন্সিলর হান্নুসহ আটক-১০

0
62

জি নিউজ ডেস্কঃ গাজীপুরে বিএনপি মানববন্ধন থেকে হান্নানশাহ্’র ছেলে রিয়াজুল হান্নান ও কাউন্সিলর হান্নু মিয়া সহ ১০ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।

আজ সোমবার বেলা ১১টার দিকে রাজবাড়ি রোডে জেলা বিএনপি কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলন জানান, খালেদা জিয়ার মুক্তি ও চিকিৎসার দাবিতে মহানগর ও জেলা বিএনপির উদ্যোগে মানববন্ধন হয়। পরে মিছিল শুরু হলে পুলিশ হামলা চালায়।এ সময় প্রয়াত বিএনপি নেতা আ স ম হান্নান শাহর ছেলে শাহ রিয়াজুল হান্নান ও ওয়ার্ড কাউন্সিলর হান্নান মিয়া হান্নুসহ দশ জনকে আটক করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার গোলাম সবুর জানান, আইন-শৃঙ্খলা অবনতির আশঙ্কায় জনগনের জান মাল রক্ষায় পুলিশ দায়িত্ব পালন করছিল। তখন মিছিল থেকে পুলিশের উপর ইটপাটকেল নিক্ষেপ করা হয়।পরে আত্মরক্ষায় লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এতে তিন-চারজন পুলিশ সদস্য আহত হয়েছেন।

আপনার মতামত প্রকাশ করেন

আপনার মন্তব্য দিন
আপনার নাম এন্ট্রি করুন