জি নিউজ ডেস্কঃ গাজীপুরে বিভিন্ন উন্নয়নমূলক কাজের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার (৫ আগষ্ট) গাজীপুর জেলায় “ইনফো সরকার-৩” প্রকল্প উদ্বোধনের মাধ্যমে ৩৫ টি ইউনিয়নে ফাইবার অপটিক্যাল ক্যাবল এর উচ্চ গতি সম্পন্ন ব্রডব্যান্ড কানেক্টিভিটি প্রদান করেন। এর ফলে প্রান্তিক জনগোষ্ঠী কম মূল্যে উচ্চগতির ইন্টারনেট সুবিধা ভোগ করতে পারবে। একই সাথে এই অনুষ্ঠানের পরপরই মাননীয় প্রধানমন্ত্রী “কড্ডা গাজীপুর তিন শত মেগাওয়াট এইচএফও” প্রকল্পের সামিট গাজীপুর-২ বিদ্যুৎ কেন্দ্র শুভ উদ্বোধন করেন। এ প্রকল্প উদ্বোধনের ফলে গাজীপুরের শিল্প-কলকারখানা গুলো আরো সহজে বিদ্যুৎ সুবিধা পাবে। উদ্বোধনী অনুষ্ঠানে গাজীপুর প্রান্তে জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর উপস্থিত ছিলেন। এছাড়াও উক্ত অনুষ্ঠানে গাজীপুর জেলার বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তাগণ, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সমাজের গণ্যমান্য ব্যক্তি, প্রকল্পের সুবিধাভোগী, ছাত্র শিক্ষকসহ প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।