গাজীপুরে মাদ্রাসার শিক্ষকের স্ত্রী ও এক ছাত্রের গলাকাটা লাশ উদ্ধার!

0
87

গাজীপুর মহানগরীর চান্দনা এলাকায় হুফফাজুল কুরআন মাদ্রাসার পরিচালকের স্ত্রী ও এক ছাত্রকে গলা কেটে হত্যা করা হয়েছে। জয়দবেপুর থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।নিহতরা হলেন- মাদ্রাসা পরিচালক ইব্রাহিম খলিলের স্ত্রী মাহমুদা আক্তার স্মৃতি ও একই মাদ্রাসার ছাত্র মামুন। তাদের বাড়ি ময়মনসিংহ জেলার ত্রিশাল এলাকায়।

পুলিশ জানায়, আজ মঙ্গলবার ভোরে মাদ্রাসা পরিচালক অন্যান্য ছাত্রদের নিয়ে ফজরের নামাজ আদায় করার জন্য পার্শ্ববর্তী মসজিদে যান। সেখান থেকে ফিরে এসে ঘরের অভ্যন্তরে তার স্ত্রী ও এক ছাত্রের গলাকাটা লাশ পড়ে থাকতে দেখেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।

স্থানীয়রা জানান, সকালে মাদ্রাসাকক্ষের ভেতরে কান্নার শব্দ পেয়ে আমরা ঘটনাস্থলে এসে দেখি মেঝেতে দুটি রক্তাক্ত লাশ পড়ে আছে। মাদ্রাসাছাত্রের বয়স আনুমানিক ১২-১৩ বছর।

খবর পেয়ে মহানগর পুলিশের কমিশনার ওয়াই এম বেলালুর রহমান, গাজীপুর সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার সুলতান মাহমুদসহ উর্দ্ধতন কর্মকর্তাগণ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তারা খুব অল্প সময়ের মধ্যে এ ঘটনার রহস্য উদঘাটন করতে সক্ষম হবেন বলে আশা প্রকাশ করেন।

আপনার মতামত প্রকাশ করেন

আপনার মন্তব্য দিন
আপনার নাম এন্ট্রি করুন