গাজীপুরে সরকারি আদেশ অমান্য করে রাস্তায় ও দোকানে জমায়েত হয়ে আড্ডা দেওয়ায় ৫ জন অর্থদন্ড

0
343

গাজীপুরে সরকারি আদেশ অমান্য করে রাস্তায় ও দোকানে জমায়েত হয়ে আড্ডা দেওয়ায় ৫ জন অর্থদন্ড

করোনা ভাইরাসের সংক্রামন রোধে সামাজিক দুরত্ব নিশ্চিতকরার লক্ষ্যে গাজীপুরের কলের বাজার, জামতলা, মেঘডুবী,মীরেরবাজার,বসুগাও, পুবাইল ,কলেজগেট, ভাদুন, ইছালীবাজার ও নীলেরপাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন মনিষা রানী কর্মকার, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসন, গাজীপুর ।

এ সময় সরকারি আদেশ অমান্য করে রাস্তায় ও দোকানে জমায়েত হয়ে আড্ডারত অবস্থায় ৫ জন কে দন্ড বিধি, ১৮৬০ মোতাবেক অর্থ দন্ড প্রদান করা হয়। যে সকল চায়ের দোকান খোলা পাওয়া গেছে সবগুলো বন্ধের নির্দেশনা দেয়া হয় এবং জরিমানা করা হয় ।
মীরের বাজারে আজ হাটের দিন হবার কারনে কাঁচা বাজারে প্রচুর লোকের সমাগম লক্ষ্য করা যায়।তাদের সবাইকে সামাজিক দুরত্ব বজায় রেখে দ্রুত বাজার ত্যাগ করার নির্দেশনা প্রদান করা হয় এবং অত্র বাজার মনিটরিং করা হয়।

কোন মন্তব্য নেই