গাজীপুর অফিস:: গাজীপুর মহানগরের উত্তর সালনা থেকে ডাকতির প্রস্তুতিকালে পাচঁ ডাকাতকে আটক করেছে র্যাব-১ সদস্যরা।
আটককৃতরা হলো, জুয়েল রানা(৩৪), খোকন মিয়া(২৬), মফিজুল আলম মোরশেদ(৪০) ,আবু তাহের(২৫) ও মেহেদী হাসান রনি(২৬) ।
র্যাব -১ এর গাজীপুর পোড়াবাড়ি ক্যাম্প কোম্পানীর কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন সঙ্গীয় ফোর্স নিয়ে তাদের আটক করে ।র্যাব -১ সূত্রে এ তথ্য জানা যায়।