গাজীপুরে স্কুল ছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে যুবকে তিন মাসের কারাদণ্ড
গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুর সিটি কর্পোরেশনের পূর্ব ধীরাশ্রম এলাকায় স্কুল ছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে এক যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট এম সাজ্জাদুল হাসান এই ভ্রামমাণ আদালত এ দণ্ড প্রদান করেন। দন্ড প্রাপ্ত শরীফুল ইসলাম গাজীপুর সিটি কর্পোরেশনের পূর্ব ধীরাশ্রম এলাকার হাবিবুর রহমানের ছেলে।
জানা যায়, গাজীপুরের পূর্ব ধীরাশ্রম এলাকা জি কে উচ্চ বিদ্যালয়ের কয়েক জন ছাত্রীকে স্কুলে যাওয়া আসার পথে শরীফ বেশ কিছুদিন ধরে উত্ত্যক্ত করে আসছিল শরিফ।এ ব্যাপারে এলাকাবাসী পুলিশ ও জেলা প্রশাসনের কাছে অভিযোগে জানিয়ে ছিল।বখাটে শরিফ মঙ্গলবার দুপুরেও স্কুলের পাশে দাঁড়িয়ে ছাত্রীদের উত্যক্ত করছিল।এ সময় এলাকাবাসী তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।
গাজীপুর সদর থানার ওসি সমীর চন্দ্র সূত্রধর জানান, ছাত্রীদের উত্যক্ত করার অভিযুকে এক যুবককে আটক করে এলাকাবাসী পুলেশের হাতে তুলে দেয়। পরে আটক শরীফকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। আদালত তার অবিভাবকের উপস্থিতিতে শরীফকে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে।