গাজীপুরে ১২তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস-২০১৯ উদযাপন

0
33

গাজীপুরে ১২তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস-২০১৯ উদযাপন

সহায়ক প্রযুক্তির ব্যবহার অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তির অধিকার। অটিজম বিষয়ে সামাজিক সচেতনতা সৃষ্টি ও তাদের অধিকার প্রতিষ্ঠায় অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি নানা আয়োজনে পালন করা হচ্ছে। গাজীপুরে ১২তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস ২০১৯ উদযাপন করা হয়েছে।এ উপলক্ষে জেলা প্রশাসন গাজীপুর ও জেলা সমাজসেবা কার্যালয় এর আয়োজনে রাজবাড়ীর নাটমন্দিরে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলার জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর। অনুষ্ঠানের শুরুতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র‍্যালী ও শোভা যাত্রার আয়োজন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, অটিজমের মতো অপেক্ষাকৃত নতুন একটি বিষয়ে সজাগ ও সময়োপযোগী করার জন্য সচেতনতার বিকল্প নেই। অটিজমের সচেতনতা তৈরিতে পেশাজীবী, সেবাধর্মী প্রতিষ্ঠান নানা উপায়ে সহায়তা করতে পারেন। তিনি সমাজের সকলকে এগিয়ে আসার আহবান জানান।

আপনার মতামত প্রকাশ করেন

আপনার মন্তব্য দিন
আপনার নাম এন্ট্রি করুন