গাজীপুরে ১৪’শ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

0
25

গাজীপুরে ১৪’শ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

গাজীপুর অফিস:: গাজীপুরে মাদক বিরোধী অভিযানে জয়দেবপুর থানাধীন হালডুবা ফারিয়ালারা মেডিকেল এলাকা হতে বিপুল ১৪০০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ কুড়িগ্রাম জেলার ০৩ (তিন) মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে হোতাপাড়া পুলিশ ফাঁড়ীর ইনচার্জ ইন্সপেক্টর মোজাহিদ।

সোমবার (৮ জুলাই) ভোরে তাদেরকে গ্রেপ্তার করে।গ্রেপ্তারকৃতরা হল, কুড়িগ্রাম জেলার রৌমারি উপজেলার আজিবুরের ছেলে রিপন (৩৫) ও রাশেদুল (৩৮) এবং ফজল হকের ছেলে আরিফুল ইসলাম (৩৫)।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদুল ইসলাম জানান, গাজীপুরের জয়দেবপুর থানার পুলিশের একটি দল সোমবার ঢাকা-রাজেন্দ্রপুর-কাপাসিয়া-কিশোরগঞ্জ সড়কের হালডোবা এলাকায় চেকপোস্ট বসিয়ে বিভিন্ন গাড়িতে তল্লাশি করার সময় কাপাসিয়াগামী সিএনজি চালিত একটি অটোরিক্সার আরোহী তিনজনের দেহ তল্লাশিকালে ৭টি প্যাকেটে ভর্তি ১ হাজার ৪’শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

কোন মন্তব্য নেই