গাজীপুরে ২৫ লাখ জাল ডলারসহ লাইবেরিয়ান নাগরিক আটক

0
11

গাজীপুরে ২৫ লাখ জাল ডলারসহ লাইবেরিয়ান নাগরিক আটক

গাজীপুর অফিসঃ গাজীপুরে সি‌টি কর‌পো‌রেশ‌নের মাস্টারবা‌ড়ি এলাকা থে‌কে ২০ কোটি টাকা সমমূল্যের ২৫ লাখ জাল আ‌মেরিকান ডলারসহ মোস্তফা আলী ওরফে জজ মাশাও (৪০) এক (লাইবেরিয়ান) নাগরিক কে আটক ক‌রে‌ছে র‌্যাব-১ পোড়া বাড়ী ক্যাম্পমঙ্গলবার ২৮ মে সকাল ১১টার দি‌কে ডলারসহ তা‌কে আটক করা হয়।

গাজীপু‌রের পোড়াবাড়ী ক্যাম্প র‌্যাব-১ এর কোম্পানী কমান্ডার আব্দুলাহ আল মামুন জানান, প্রায় এক মাস আগে স্থানীয় এক ব্যাংকারের সঙ্গে মোস্তফার ফেসবুকে পরিচয় হয়। তাদের চুক্তি মোতাবেক ওই ব্যাংকারকে আমেরিকান ২৫লাখ ডলার সরবরাহের জন্য লাইবেরিয়ান নাগরিক মাশাও মঙ্গলবার গাজীপুরের মাস্টারবাড়ি এলাকায় অবস্থান করছিল। পরে গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে মাস্টারবা‌ড়ি এলাকায় গিয়ে র‌্যাব সদস্যরা অ‌ভিযান চালা‌য় এবং মাশাওকে আটক করে। প‌রে তার কাছ থে‌কে ২০কোটি টাকার সমমূল্যের আ‌মে‌রিকান ২৫ লাখ জাল ডলার জাল ডলার তৈরির সামগ্রী জব্দ করা হয়।
তিনি আরও জানান, গত এক সপ্তাহ আগে মাশাও ওই ব্যাংকারকে বলোন বিমানবন্দরে মাশাওয়ের আনা ডলারের ভোল্ট আটক করা হয়েছে। তা ছাড়াতে ৭লাখ টাকা প্রয়োজন। পরে ডাচ বাংলা একাউন্টের মাধ্যমে ওই টাকা পাঠালে মাশাও ওই টাকা তুলে নেয়। পরে ডলারের ভোল্ট দিয়ে টাকা নেয়ার জন্য মাস্টারবা‌ড়ি এলাকায় গিয়েছিল মাশাও। ওই খান থেকেই আটক করা হয়।তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আপনার মতামত প্রকাশ করেন

আপনার মন্তব্য দিন
আপনার নাম এন্ট্রি করুন