কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কাপাসিয়া
উপজেলার কড়িহাতা ইউনিয়ন পরিষদের বর্তমান ও সাবেক ২ ইউপি সদস্যসহ ৬ জনের বিরুদ্বে কাপাসিয়া থানায় শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। শিশুর মা বাদী হয়ে গত রাতে এ (মামলা নং ২৭ তারিখ ২১.০১.২০১৯) দায়ের করেন।
কাপাসিয়া থানা পুলিশ মামলার ৩নং আসামী আব্দুল আজিজের পুত্র আলী হোসেন(৩৫)কে আজ ভোর রাতে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার গাজীপুর আদালতে প্রেরণ করে। কাপাসিয়া থানার ইন্সপেক্টর (তদন্ত) রাজীব কুমার দাশ এ তথ্য নিশ্চিত করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার কড়িহাতা ইউনিয়নের পেচুরদিয়া গ্রামের প্রবাসীর শিশু কন্যা ১৭ জানুয়ারী বৃহস্পতিবার সন্ধায় নানা বাড়ীতে যাওয়ার পথে স্কুল ছাত্রী(১৩)কে জোর পূর্বক একই গ্রামের মোতাহরের পুত্র বখাটে আজহার(২০) ওই ছাত্রীকে ধর্ষণ করে। এ ঘটনা ধামাচাপা ও কালক্ষেপন করার অপরাধে স্থানীয় মেম্বারসহ অনন্যদের আসামী করা হয়।
এ ঘটনায়, মোতাহরের পুত্র বখাটে আজহার(২০), বর্তমান মেম্বার সাফির উদ্দিন(৪৫), সাবেক মেম্বার বাচ্চু মিয়া(৪০), আজিজের আরেক পুত্র সিদ্দিক(৫০), মৃত আব্দুল কাদিরের পুত্র আবুল হোসেন(৪৫) মামলার আসামী।
কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ আবু বকর সিদ্দিক জানান ধর্ষণের প্রধান আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে। ওই শিশুকে ডাক্তারি পরিক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়।