গাজীপুরে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার-৩

0
62

গাজীপুর: গাজীপুরের গাছা থানাধীন বড়বাড়ী তারগাছ এলাকায় অভিযান চালিয়ে তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার ২৪ জুলাই রাত অানুমানিক সাড়ে ১১ টার দিকে গাছা থানাধীন বড়বাড়ী তারগাছ এলাকার তায়রুননেছা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উপর তিন মাদক ব্যবসায়ী ইয়াবা ট্যাবলেট বিক্রয় করছে মর্মে গোপন সংবাদের ভিত্তিতে গাছা থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আসামী ১. মোঃ নোমান মিয়া (২২), পিতা- মোঃ আইয়ুব আলী, মাতা- সরুপা বেগম স্থায়ী : গ্রাম- মেশেরচড়, উপজেলা/থানা- বকশীগঞ্জ, জামালপুর, বর্তমান : গ্রাম- সাত রাস্তা (সুন্দরবন কুরিয়ার সার্ভিস কোয়ার্টার), মহাখালী, উপজেলা/থানা- তেজগাঁও, ঢাকা, ২. মোঃ রাকিব হাসান (২৬), পিতা- আবুল বাশার, মাতা- নাজমা আক্তার স্থায়ী : গ্রাম- টামটা , উপজেলা/থানা- দাউদকান্দি, কুমিল্লা বর্তমান : গ্রাম- সাত রাস্তা (সুন্দরবন কুরিয়ার সার্ভিস কোয়ার্টার) মহাখালী , উপজেলা/থানা- তেজগাঁও, ঢাকা, ৩. সোহাগ হোসেন (২২), পিতা- ওলি উল্লাহ, মাতা- হাসিনা বেগম স্থায়ী : গ্রাম- টামটা , উপজেলা/থানা- দাউদকান্দি, কুমিল্লা, বর্তমান : গ্রাম- সাত রাস্তা (সুন্দরবন কুরিয়ার সার্ভিস কোয়ার্টার) মহাখালী , উপজেলা/থানা- তেজগাঁও, ঢাকা’দের গ্রেফতার করে এবং তাদের নিকট হতে ৩০০(তিন শত) পিচ ইয়াবা ট্যাবলেট জব্দ করে ।

তাদের প্রত্যেকের বিরুদ্ধে গাছা থানার মামলা নং- ৩৬, তারিখ- ২৫/০৭/২০২০, ধারা- ২০১৮ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন ৩৬ (১) এর ১০ (ক) ধারায় মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

আপনার মতামত প্রকাশ করেন

আপনার মন্তব্য দিন
আপনার নাম এন্ট্রি করুন