গাজীপুরে ৩২জন প্রার্থী ও প্রতিনিধির সাথে জেলা রিটানিং অফিসারের মত বিনিময় সভা

0
46

নিজস্ব প্রতিনিধিঃ আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০১৮ উপলক্ষে গাজীপুর জেলার ৫ টি সংসদীয় আসনের ৩২ জন প্রার্থী/প্রতিনিধির সাথে মত বিনিময় সভা করেছেন জেলা রিটানিং কর্মকর্তা।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীরের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, গাজীপুর, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থা ও গণমাধ্যম কর্মী।এসময় উক্ত সভায় প্রতিদ্বন্দ্বী প্রার্থী/প্রতিনিধিরা লেভেল প্লেয়িং ফিল্ডসহ সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করেন।

জেলা রিটার্নিং অফিসার বলেন, গাজীপুর সংশ্লিষ্ট সকলের সহযোগিতার মাধ্যমে একটি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেয়ার লক্ষে কাজ করে যাচ্ছেন।

কোন মন্তব্য নেই