আহাম্মদ আলী,কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জে অসহায় হতদরিদ্র ২৫০ পরিবারকে ঈদ উপহার দিলেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাবেক মহাপরিচালক মো. সহিদুজ্জামান সরকার। কালীগঞ্জের শান্তি কন্যা সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপির পক্ষে কালীগঞ্জ উপজেলার তুমলিয়া ইউনিয়নের অসহায় হতদরিদ্র ২৫০ পরিবারকে ঈদ উপহার দিয়েছেন দুদকের সাবেক মহাপরিচালক মো. সহিদুজ্জামান সরকার।
মঙ্গলবার সকালে তুমলিয়া ইউনিয়নের উত্তর সোম ৬০ পরিবার, মানিকপুর এলাকায় ৯০ পরিবার, টিউরি গ্রামে ৫০, বান্দাখোলা এলাকায় ২০ ও ভাইয়াসূতী এলাকায় ১০ অসহায় পরিবারের মাঝে দুদকের সাবেক মহাপরিচালক মো. সহিদুজ্জামান সরকারের ছোট ভাই ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কৃষিবিষয়ক সম্পাদক মো. মোমেন সরকারের মাধ্যমে ঈদ উপহার দিয়েছেন।
কালীগঞ্জ শ্রমিক কলেজ শাখার ছাত্রলীগের সহ-সভাপতি মো. সোহানুর রহমান সোহান, শ্রমিক কলেজ ইয়ার কমিটির সভাপতি পিয়াল হাসান ছাত্রলীগ নেতাকর্মীদের দিয়ে ওই সব এলাকায় বাড়ি বাড়ি গিয়ে অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার পৌছে দিয়েছেন।