গাজীপুর কোর্টে জেএমবি’র বোমা হামলার ১৩তম বার্ষিকী পালন

0
42

জি নিউজ ডেস্কঃ গাজীপুরে আইনজীবী সমিতির হলরুমে নিষিদ্ধ ঘোষিত জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) আত্মঘাতি বোমা হামলার ১৩তম বার্ষিকী পালিত হয়েছে। বৃহষ্পতিবার (২৯ নভেম্বর) দিনব্যাপী নানা কর্মসুচির মধ্য দিয়ে এ দিবসটি পালিত হয়েছে। ২০০৫ সালের ২৯ নবেম্বর গাজীপুর আদালত এলাকায় আইনজীবী সমিতির দুই নম্বর হল রুমে জেএমবি আত্মঘাতী বোমা হামলা চালায়। হামলায় ছয় আইনজীবী, চার বিচারপ্রার্থী ও হামলাকারী নিহত হন। আত্মঘাতী এ বোমা হামলায় আরো অর্ধশতাধিক আইনজীবী ও বিচারপ্রার্থী আহত হন। দিবসটি পালন উপলক্ষ্যে বৃহষ্পতিবার সকালে গাজীপুর জেলা আইনজীবী সমিতি ভবন প্রাঙ্গনে বোমা হামলায় শহীদদের স্মরণে স্থাপিত স্মৃতিস্তম্ভ ‘‘স্মৃতি শিখা অনির্বাণ’’ এ আইনজীবী সমিতি, গাজীপুর জজশীপ, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ও ম্যাজিষ্ট্রেসী এবং পুলিশের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এসময় কালো পতাকা উত্তোলন ও বারের সব আইনজীবীরা কালোব্যাজ ধারণ করেন। পরে আইনজীবীরা মৌন মিছিলসহ শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। দুপুরে গাজীপুর জেলা আইনজীবী সমিতি ভবন প্রঙ্গনে শহীদ আইনজীবীদের স্মরণে ও আহত আইনজীবীদের সুস্থ্যতা কামনায় শোকসভা, মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়। এতে প্রধান বক্তব্য রাখেন গাজীপুরের জেলা ও দায়রা জজ এ কে এম এনামুল হক, গাজীপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এমএলবি মেজবাহ উদ্দিন আহমেদ, জেলা প্রশাসক ড. দেওয়ান মুহম্মদ হুমায়ূন কবীর, গাজীপুর জেলা পুলিশ সুপার সামসুন্নাহার, চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আশরাফুল আলম, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ডিসি (ক্রাইম) সফিকুর রহমান, বারের সাবেক সভাপতি অ্যাডভোকেট ওয়াজউদ্দিন মিয়া, অ্যাডভোকেট আনিসুর রহমান কাজল, অ্যাডভোকেট ফজলুল হক প্রমূখ। জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুর রাজ্জাক।

কোন মন্তব্য নেই