গাজীপুর শ্রীপুরে চারটি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে মোবাইল কোর্টের অভিযান জরিমানা আদায়

0
6

গাজীপুরের শ্রীপুরে চারটি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ
সোমবার ২৫ সেপ্টেম্বর বেলা দুইটার দিকে শ্রীপুর উপজেলার মাওনা এলাকায় এ অভিযান পরিচালনা করেন শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: আল মামুন।

এ সময় পরিবেশ ছাড়পত্র ও কাগজপত্র হালনাগাদ না থাকা চারটি প্রতিষ্ঠানকে মোবাইল কোর্টের আওতায় নিয়ে আসা হয়। শাপলা হসপিটাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টার, পদ্মা ডিজিটাল ডায়াগনস্টিক এন্ড হাসপাতাল, ইসলামিয়া ডিজিটাল ডায়াগনস্টিক ও এস আর ইবনে সিনা হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার সহ চারটি প্রতিষ্ঠানকে প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে মোট বিশ হাজার টাকা জরিমানা করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভুমি), এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: আল মামুন।

তিন বলেন,পরিবেশ ছাড়পত্র ও কাগজপত্র হালনাগাদ না থাকা চারটি প্রতিষ্ঠানকে মোবাইল কোর্টের আওতায় নিয়ে আসা হয়েছে। তাদের কাগজপত্র ১৫ দিনের মধ্যে সিভিল সার্জন কার্যালয়ে জমা দিবেন বলে তারা জানায়।তাদের প্রাথমিক ভাবে সতর্ক করা হয়েছে। পরবর্তীতে কোন জটিলতা থাকলে প্রয়োজনে সে গুলো বন্ধ করে দেওয়া হবে।

কোন মন্তব্য নেই