গাজীপুর সিটি কর্পোরেশন এলাকায় যান চলাচলে নিষেধাজ্ঞা।

0
59

জি নিউজ ডেস্কঃ গাজীপুর সবার অবগতির জন্য জানাচ্ছি আজ রাত ০০.০১ মিনিট থেকে আগামীকাল রাত ২৪.০০ ঘটিকা পর্যন্ত গাজীপুর সিটি কর্পোরেশন এলাকায় মহা সড়ক ব্যতীত অন্যান্য সকল সড়কে প্যাডেল চালিত রিক্সা ব্যতীত অন্য কোন যানবাহন চলাচলে বাংলাদেশ নির্বাচন কমিশন নিষেধাজ্ঞা আরোপ করেছেন। মহাসড়ক বলতে,, ঢাকা- ময়মনসিংহ মহাসড়ক ( মহাখালী থেকে ময়মনসিংহ পর্যন্ত) এবং মদনপুর -ভুলতা -মিরের বাজার-ভোগরা-কোনাবাড়ি-চন্দ্রা পর্যন্ত সড়ক বুঝাবে। যেসব যানবাহন চলবে না। মোটরবাইক,ব্যাটারি চালিত রিক্সা,ইজিবাইক,সিএনজি চালিত অটো,টেম্পো,লেগুনা,নছিমন, করিমন,ভটবটি,প্রাইভেট কার মাইক্রোবাস,মিনিবাস,বাস,ট্রাক কাভার্ডভ্যান,লং ভেহিকল।

কোন মন্তব্য নেই