শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ আগামী ৩০ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় আসন ১৯৬ শ্রীপুর উপজেলা ও গাজীপুর সদরের (পিরুজালী-ভাওয়ালগড়- মির্জাপুর) মোট ১১ ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত গাজীপুর-৩ আসন। অবশেষে শত জল্পনা কল্পনার পর এই আসন থেকে চূড়ান্ত মনোনয়নের চিঠি হাতে পেয়েছেন গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব, ইকবাল হোসেন সবুজ। রবিবার (২৫ নভেম্বর) সকাল থেকে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ের দলের কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগ সভাপতি স্বাক্ষরিত এই মনোনয়ন চিঠি প্রার্থীদের হাতে তুলে দেয়া হচ্ছে। এর মধ্যেই গাজীপুর-৩ আসনে চিঠি পেয়েছে জনাব, মো: ইকবাল হোসেন সবুজ। এসময় এক আনন্দগন পরিবেশের সৃষ্টিহয়।আওয়ামী লীগেরর নেতাকর্মীরা সবুজ ভাই সবুজ ভাই স্লোগান দিতে থাকে। প্রষঙ্গত, তিনি জননেত্রী শেখ হাসিনার নির্দেশে শ্রীপুর উপজেলার প্রতিটি ইউনিয়ন ও মহল্লায় উঠান বৈঠকের মধ্যদিয়ে তৃনমূল নেতাকর্মীদের সুসংগঠিত করেছেন।