নিজস্ব প্রতিবেদকঃ গাজীপুর-৩ এ বৃহৎ উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে আজ ৩ টি রাস্তার কাজ উদ্বোধন করলেন সাংসদ ইকবাল হোসেন সবুজ।
শ্রীপুর থেকে রাজাবাড়ি,জৈনাবাজার থেকে আবদার বাজার ও জৈনাবাজার থেকে শৈলাট কাছিনা বাজার পর্যন্ত ৩টি সড়কের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। সেকেন্ড রুরাল ইমপ্রুভমেন্ট প্রজেক্ট (আরটিআইপি-২) প্রকল্পের আওতায় সোমবার (৬ জুলাই) সকালে এই ৩টি সড়কের নির্মাণ কাজের উদ্বোধন করেন।
৩৩ কিলোমিটার দীর্ঘ এই ৩টি সড়কের নির্মাণ ব্যয় ধরা হয়েছে প্রায় ৭০ কোটি টাকা। কাজটির ঠিকাদারি পেয়েছেন মেসার্স আমজাদ ট্রেডার্স। রাস্তা ৩টি হলো শ্রীপুর উপজেলা সদর হতে রাজাবাড়ী ১২ কিঃমিঃ,শ্রীপুর সদর হতে টেংরা-জৈনাবাজার ভায়া আবদার১০ কিঃমি।জৈনাবাজার হতে বাটাজোর ভায়া শৈলাট গাজীপুর ১১ কিঃমিঃ চলাচল অনুপযোগী রাস্তা প্রশস্ত করন এবং পুনঃনির্মান।
উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ শামছুল আলম প্রধান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ শামছুল আরেফীন, পৌর মেয়র আনিছুর রহমান,শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দাকার ইমাম হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মাহতাব উদ্দিন, গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোশাররফ হোসেন ভুঁইয়া,ঠিকাদার আমজাদ হোসেন প্রমুখ।
এসময় শ্রীপুরকে আধুনিক ও মানবিক উপশহর গড়তে মাদকের বিরুদ্ধে সকলকে অনড় অবস্থানে থাকার আহ্বান জানিয়ে এমপি সবুজ বলেন, জনগণের দাবি বহুল প্রত্যাশিত রাজাবাড়ি, জৈনাবাজার থেকে আবদার বাজার ও জৈনাবাজার থেকে শৈলাট কাছিনা বাজার ৩৩ কিলোমিটার সড়কের নির্মাণ কাজের উদ্বোধন করা হলো। পর্যায়ক্রমে শ্রীপুরের সকল রাস্তা পাকা করা হবে। এই তিনটি সড়কের নির্মাণ কাজ বাস্তবায়ন হলে শ্রীপুর, রাজাবাড়ি, জৈনা বাজার শৈলাট, কাছিনা এলাকার লাখো মানুষের দুঃখ লাঘব হবে বলে এলাকাবাসী জানান।