শ্রীপুর( গাজীপুর)প্রতিনিধিঃ
গাজীপুর ৩ আসনের নৌকার প্রার্থীর শেষ জনসভায় পুরো বক্তব্য জুড়ে কাঁদলেন লক্ষাধিক জনতাকে কাঁদালেন রুমানা আলী টুসি এমপি।
৪ জানুয়ারি বৃহস্পতিবার বিকালে শ্রীপুর পৌরসভার আমতলা এলাকায় নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচারনার শেষ দিনে গাজীপুর-৩ আসন শ্রীপুরে জনসভা করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী অধ্যাপিকা রুমানা আলী টুসী।
নির্বাচনী জনসভা রূপ নিয়েছে জনসমুদ্রে।
বৃহস্পতিবার ৪ জানুয়ারী শ্রীপুর পৌর এলাকার ২নং ওয়ার্ডে শাপলা সিনেমা হলের পশ্চিম পাশে বিকেল ৩টায় শুরু হয় নির্বাচনী জনসভা।নির্ধারিত সময়ের আগেই পরিপূর্ণ হয়ে যায় জনসভাস্থল। দুপুর দেড়টা থেকে দলে দলে বাদ্যযন্ত্র বাজিয়ে উপজেলার বিভিন্ন ইউনিয়ন এবং পৌরসভার বিভিন্ন ওয়ার্ড ও ভাওয়ালগড়,মির্জাপুর, কাউলতিয়া ইউনিয়ন থেকে মিছিল নিয়ে আসতে থাকে দলীয় নেতা কর্মী সমর্থকরা।
জনসভায় গাজীপুর জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক এ্যাডঃ জামিল হাসান দুর্জয়ের সভাপত্বিতে ও শ্রীপুর সরকারি রহমত আলী কলেজের সাবেক ভিপি আহসান উল্লাহ সঞ্চলনায়, বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ শামসুল আলম প্রধান,পৌর মেয়র আনিসুর রহমান,গাজীপুর সদর উপজেলা চেয়ারম্যান এডভোকেট রিনা পারভীন,সাবেক উপজেলা চেয়াম্যান আব্দুল জলিল বিএ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম মন্ডল বুলবুল, যুব লীগের কেন্ত্রীয় নেতা খোরশেদ আলম, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এ্যাড.জাকির হাসান খাঁন মামুন, পৌর আ’লীগের সাবেক সাধারন সম্পাদক নজরুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেক লীগের সাধারন সম্পাদক নাসির উদ্দিন মৃধা জর্জ, শ্রীপুর উপজেলা যুবলীগের সভাপতি কমরউদ্দিন, মাওনা ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম খোকন,গাজীপুর ইউনিয়নের চেয়ারম্যান সিরাজুল হক মাদবর,কাওরাইদ ইউনিয়ন চেয়ারম্যাম এ্যাড,আব্দুল আজিজ, গাজীপুর জেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক ও যুবলীগ নেতা জাহিদুল আলম রবিন,গাজীপুর জেলা ছাত্রলীগ সভাপতি সিরাজুল ইসলাম,সাধারন সম্পাদক নাসির মোড়ল,উপজেলা কৃষক লীগের সভাপতি জয়নাল আবেদীন রানা, সহ উপজেলা আওয়ামীলীগ,যুবলীগ,কৃষকলীগ ও ছাত্রলীগের নেতারা।
বিকেল সাড়ে ৪ টায় মঞ্চে উঠেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী অধ্যাপিকা রুমানা আলী টুসী এ-সময় উপস্থিত লাখো জনতা নৌকার পক্ষে স্লোগান দিয়ে তাঁকে স্বাগত জানায়,অধ্যাপিকা রুমানা আলী টুসি তাঁর বক্তব্য প্রয়াত বাবা সাবেক ৬ বারের এমপি ও প্রতিমন্ত্রী এডভোকেট রহমতআলীর স্মৃতির কথা উল্লেখ করে পুরো বক্তব্য জোরে কেঁদে কেঁদে নৌকার পক্ষে ভোট চান এ-সময় এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয় এবং উপস্থিত জনতা কেঁদে কেঁদে নৌকায় ভোট দেয়ার অভিব্যক্তি প্রকাশ করেন-
বিস্তারিত থাকবে ভিডিও প্রতিবেদনে….